সুরেশ রায়নাকে ডেকে পাঠাল ইডি, বেআইনি বেটিং অ‍্যাপ নিয়ে প্রাক্তন ক্রিকেটারকে বুধবার জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

As for quality, the HS80's provided clear-cut sound with adequate bass and a slight emphasis on the mid-range, making those footsteps very clear and crisp

admin
1 Min Read
freepik.com
4.8
Corsair HS80
$150 at Amazon

প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব ইডির। বেআইনি বেটিং অ‍্যাপ নিয়ে তাঁকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বক্তব্য নথিবদ্ধ করতে চান তদন্তকারী অফিসারেরা। বুধবারই ইডির দফতরে হাজিরা দিতে পারেন রায়না। প্রাক্তন ক্রিকেটার অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

 
 

অভিযুক্ত সংস্থার বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন রায়না। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে। শুধু রায়না নন, সংস্থাটির হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, যুবরাজ সিংহ, অভিনেতা সনু সুদ এবং উর্বশী রৌতেলা। সংশ্লিষ্ট বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ আসল উদ্দেশ্য গোপন করে প্রচার করত। নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসা চালাত। যা আইন বিরুদ্ধ। সংস্থাটির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছরুপ রোধী আইন-সহ বেশ কিছু আইনভঙ্গের অভিযোগ রয়েছে। সে সবেরই তদন্ত করছে ইডি। সংস্থাটির প্রলোভনে প্রভাবিত হয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ।

রায়নার বিরুদ্ধে অভিযোগ সংস্থাটির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। সে কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। বুধবারই ইডি দফতরে যেতে পারেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। রায়নার বক্তব্য নথিবদ্ধ করতে পারেন তদন্তকারী আধিকারিকেরা। রায়না ছাড়াও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। আগামী দিনের হরভজন, যুবরাজ, সনু, উর্বশীদেরও তলব করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Corsair HS80
4.8
Great wireless performance 5
Dolby Atmos integration 5
Hi-Res audio support 5
Sound quality 4
Share This Article
Leave a review

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *